চোখ মুদিলেই দেখতে পাই
চোখ খুললেই নাই তুমি নাই,
কেন কর এমন  জ্বালাতন
আমার কোন শান্তি নাই।

তোমারও  লাগিয়া প্রিয়
পাগল এ মন,
সুখেরও  লাগিয়া  শুধু
দেখিযে স্বপন।
সে স্বপন অনলে পুড়ে
হল যে ছাই।


তোমারও লাগিয়া  প্রিয়
উদাস এ মন,
প্রেমের লাগিয়া প্রভূ
ঝড়ে দুনয়ন।
সে নয়ন জ্বলনে জ্বলে
হল যে রাই।


০৫/০৪/২০১০ইং
১০/৩০/এএম