তোমারি  দরবারে মাওলা
হলাম কেন দাগি,
ছিলামনা কি কখনও
তোমার অনুরাগী।

ভুল করে ভুলে যাই
তোমার ভালোবাসা,
তাইতো মেটেনা হায়
প্রাণের পিপাসা।
তাই শুধু ক্ষমা চায়
এ হতভাগী।


ভুল করে ভুলে যাই
তোমার প্রার্থনা,
তাইতো  মেটেনা হায়
স্বপ্নের স্বান্তনা।
তাই শুধু ক্ষমা চায়
এই অভাগী।


১০/০৪/২০১০ইং
১০/২৫/পিএম