তোমার পাষন্ড প্রেমে প্রিয়
পুড়ে যায় এ মন,
অপূর্ণ হৃদয় উথলে ওঠে
তাই যখন তখন।

বিরহী বেদনায় উছলে ওঠে
সিক্ত দুটি নয়ন,
শুন্য হৃদয় কাছে পেতে
তাই করে অনশন।

২৭/জুন/২০১৫
০৯/৫২/পিএম