ভাবিস না নিজেকে মহাপ্রভূ
অপরকে কেবলই ভৃত্য,
ক্ষমা করবে না তোকে বিভূ
তোর বুকে করবে নৃত্য!

জীবনটাইতো প্রায় নিভুনিভু
হতে নেই রাক্ষস দৈত্য,
নিঃস্বকে নীচ ভাবিস না কভু
ভাবিস শ্রেষ্ঠ চির সত্য।

আসাপারি
১১মার্চ২২শুক্রবার
০৭:২০পিএম২০৪০পারুলিয়া