অযাচিত জ্বালাগুলো
খাক না কুরে কুরে,
রক্ত নয় এলোমেলো
ফেলেনা কেউ ছুঁড়ে।।


রক্তের বাঁধন হয়না কভু ভিন্ন,
অপমানে থাকে অটুট অভিন্ন।।
দিক না কেউ চোখে ধুলো
যাক না অন্তর পুড়ে।


রক্তের বাঁধন হয়না কভু ছিন্ন,
অভিমানে হয়না অবুঝ উচ্ছিন্ন।।
দিক না কেউ মুখে মুলো
যাক না অনেক দূরে।


আসাপারি
২৭সেপ্টেম্বর২২বুধবার
০৭:২৬পিএম২২৩৭তম
কবিকুঞ্জ,পারুলিয়া।