স্বরূপ দেখে হইও পাগোল
রূপ দেখে নয়,
রূপের আড়ালে গন্ডগোল
গুণেই ধন্য হয় ।।


রূপ দিযে হয়না বিচার
কে ভালো মন্দ,
ব্যবহারেই হয় তা প্রচার
মিটে যায় দ্বন্দ।
রূপের রঙ্গে বাঁধে যে গোল
গুণেই পরিচয়।


রূপ দিয়ে হয়না আচার
কে আলো অন্ধ,
আচরণেই হয় তা প্রচার
খুঁজে পায় ছন্দ।
রূপের ঢঙ্গে বাঁজে যে ঢোল
গুণেই পরিণয়।


পারুলিয়া
১২মে২২বৃহস্পতিবার
০৫:০১পিএম২১০০আসাপারি