গুরু-
কার লাগিয়া কাঁদব আমি
সেতো আমার নয়,
আপন করতে চাইলে সেযে
দূরে দূরেই রয়।


যতই করি আপন আপন,
বন্ধু আমার হয়যে কৃপণ।।
বোঝেনা সে অমূল্য ধন
আর কি মনে সয়?


যতই করি রতন রতন,
বন্ধু আমার হয় অচেতন।।
চেনেনা সে মানিক-রতন
আর কি প্রাণে সয়?