টাকাই স্বার্থ টাকাই অর্থ
টাকাই পরিপূর্ণতা,
টাকা ছাড়া প্রেমও অনর্থ
টাকাই হিনমন্যতা।


টাকাই রীতি টাকাই নীতি
টাকাই জননেতা,
টাকা ছাড়া রুদ্ধ রাজনীতি
অন্ধ আমজনতা।


টাকাই গাড়ি টাকাই বাড়ি
টাকাই জীবনে সব,
টাকা ছাড়া সম্পর্ক আঁধারি
থেমে যায় কলরব।


টাকাই আলো টাকাই ভালো
টাকাই ভালোবাসা,
টাকা ছাড়া জীবনটাও কালো
পূরণ হয়না আশা।


২১ফেব্রুয়ারি২৪বুধবার
০৯টা৫১পিএম
২৭৪০
কবিকুঞ্জ