বাজাইয়া তরিকার তেরোটা
করি পাপের ঘনঘটা
লোকে বলে সাধু ব্যাটা
কেউবা বলে পীরভাই---
আমার মতো সাধু পুরুষ নাই
আমার মতো পীর মানুষ নাই


দান সদকার হিসাব করি,
করিনাতো কিছুই চুরি।।
করিনা ভাই ছলচাতুরী-
আমার মনে লিপ্সা নাই।


মেয়ে মানুষের যতন করি,
গায়ে গতরে একটু ধরি।।
করিনা ভাই লুচ্চাগিরি-
আমার মনে লালসা নাই।


১৬জুলাই২৩রবিবার
১০টা২৫এএম
কবিকুঞ্জ
২৫৪৮