অন্ধ সেই ভক্ত বোঝা বড় শক্ত
গোটাবাড়ী তার ব্রাজিল,
সমর্থনই পোক্ত ভিনদেশীয় রক্ত
পতাকায় করে ঝিলমিল।


নয়কো সে দেশী বের করে পেশি
সত্বায় তার ম্যারাডোনা,
দাত মুখ খিচি করে শুধু ছিঃ ছিঃ
ওরা নাকি আর্জেন্টিনা।


জার্মানির সে পাগল আস্ত এক ছাগল
৫কিঃ মিঃ বানায় পতাকা,
পিটিয়ে সে ঢোল করে সোরগোল
বিদেশ প্রেমে যেন পাক্কা।


শিশু উপোস করে ধুকে ধুকে মরে,
বেড়োয়না কোন টাকা,
মাকে উলঙ্গ করে ভীনদেশের তরে
ওরা বানায় পতাকা।


এদের দেশপ্রেম নেই,মানবতা নেই
নেই কোনা ভালোবাসা,
নেই এরা নেই কোনকিছুতেই
এরা হবেই কোনঠাসা।