তুমি ভাই খুব দুষ্টলোক
বিক্রি করো দেশের মান
নিজের স্বার্থে ডুব দিয়ে
করো দেশপ্রেমিকের  ভান।

তুমি ভাই কেমন মানুষ?
টকশোতে শোনাও বুলি
রাতের আঁধারে  আবার
  করো মানুষের বুকে গুলি ।

ছেড়ে দাও ছদ্মবেশ
গাও সত্যিকারের গান
খানিকের জন্য হলেও তোমার
শান্ত হবে প্রান।      










১/ আজব কর্মকান্ড
আনোয়ার হোসেন সোহাগ  

শিক্ষা নীতি আজকে দেখি
ধ্বংস হওয়ার পথে
জাতির কাছে প্রশ্ন রাখি
চলছি  কেমন রথে?    

অটোপাসের নামে এখন
চলছে দারুন খেলা
স্কুল ছাড়া সবখানেতে
জমছে বিরাট মেলা।

স্বাস্থ্য খাতের অবহেলায়
বাড়ছে করোনা
সবকিছুতেই অজুহাত
দৃষ্টি পড়ে না।

শিক্ষা নীতি নষ্ট করে
ঠিকাই বড় দায়!
শিক্ষার্থীর আজ একটি দাবি
পরীক্ষা তারা চায়।    
    
৩/
মনের সাথে মনের যোগ
জমায় দারুন খেলা
হাসি হাসি বন্ধু আমার
আসে মনপ্রবাহের  বেলা।