ওগো, আমার স্বদেশ!
তুমি দান করো অপার শক্তি।
তোমার পবিত্র মাটি আঁকড়ে ধরে
আমরা যেন শক্ত করতে পারি দেশপ্রেমের ভিত্তি ।
হে আমার স্বদেশ!
তুমি কন্ঠে দাও বিদ্রোহের সুর
প্রতিবাদ করে যেন এ মাটি থেকে দেশদ্রোহীকে করি দূর দূর।
ওগো আমার স্বদেশ!
তুমি কবিতায় দাও শব্দ ছন্দের মিলন
তোমারই মাটি থেকে রোধ করি যেন ছদ্মবেশীদের চলন।
হে আমার স্বদেশ!
তুমি দাও আমায় এক অপার মহিমা
দাও বানিয়ে চির শান্তির দূত।
আমি বিপ্লবী হয়ে দূর করে দেবো সকল প্রকারের ভূত।