আমরা সবাই কত উদ্যম নিয়ে
মার্কেটের অলিগলি থেকে সবচে ভালো পোশাকটা কিনে নেই
কত টাকা খরচ করে ইদের জন্য মাংস, মাছ আরো বাহারি খাবারের আয়োজন করি।
বাচ্চার বায়না মেটাতে আমরা কক্সবাজার গিয়ে করি ঘুরাঘুরি।
আবার কখনো নিজের তাগিদে অফিসের সবচে বড় স্যারকে হাতে পায়ে ধরে বাসায় নিয়ে আসি।
কিন্তু কী, কোন মাতৃহারা, আশ্রয়হীন শিশুর ইদ কীভাবে কাটবে তার খবর রাখি?
কখনো তাদের মুখে হাসি ফুটাতে চেষ্টা করি?
তাদের জন্য কি আমরা খাবারের আয়োজন করি?
আমি জানি, প্রতিটি প্রশ্নের উত্তর আসবে,না   ।
হয়তো কেউ বলবেন এসবের  খবর রাখার দরকারই বা কী!
তবে আমি মনে করি,  ইদের প্রকৃত আনন্দ পেতে তাদের মুখে অমলিন হাসি ফুটাতে হবে।
তাদের কাছে তুলে দিতে হবে ইদের প্রকৃত খুশি।