পত্রিকার পাতা উল্টোতে উল্টোতে থাকি
তবুও ধর্ষনের খবর থেকে যায় বাকি!
পথে প্রান্তে নরপশুরা জেগে থাকে
একা পেলে রক্ষা দেয় না শিশু থেকে বৃদ্ধাকে।
হাসপাতালে হাসপাতালে শুধুই তাঁদের আর্তনাদ
কখন সমাজে জাগবে তীব্র প্রতিবাদ।
আমি পুরুষ জাতি হিসেবে লজ্জিত!
আমার মতো পুরুষের দ্বারা আজ মা বোনেরা ধর্ষিত।
আর কতকাল পরে মুছে যাবে ধর্ষনের খবর
কতকাল পরে জেগে উঠবে প্রতিবাদের ঝড়।
হে পুরুষ জাতি! আজি কলঙ্ক মুছনের সময়
এগিয়ে এসো ধর্ষকের ক্রসফায়ারের দাবি লয়।
এসো এগিয়ে, ফিরিয়ে দাও নারীর বাঁচার অধিকার
ফিরিয়ে দাও নারীর সম্ভ্রমের নিরাপত্তা
তবে পুরুষ হিসেবে দাবি কর নিজের সত্তা।
জ্বলে উঠুক প্রতিবাদ - ধর্ষকের ক্রসফায়ার চাই