যদি বেঁচে থাকি তবে
দেখি যেন পৃথিবীতে শোষণবিহীন দেশ
যেথায় থাকবো সবে একসাথে
থাকবে না বর্ণবাদের রেশ।
যদি বেঁচে থাকি এ পৃথিবীতে
তবে যেন দেখি সমাজে নব নব সাজ
যেথায় কোন মানুষ ঠকবে না
থাকবে না কোন দুর্নীতিবাজ।
যদি বেঁচে থাকি করোনাকালের পর
তবে যেন না দেখি কোন ধর্ষনের সংবাদ
যেথায় থাকবে শুধু শ্রদ্ধা
আর ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ।
যদি বেঁচে থাকি তবে
যেন না দেখি কোন অনাহারীর আর্তনাদের সুর
যেথায় মানুষ পাবে তার ন্যায্য অধিকার
থাকবে না কোন চালচোর
যদি বেঁচে থাকি এ পৃথিবীতে
তবে যেন দেখি কবিতার সাম্রাজ্য
যেথায় কবির কবিতায় সাজবে পৃথিবী
কবিতাই হবে দৃশ্যমান ছবি।