আজ সন্ধ্যার আকাশকে প্রশ্ন করলাম
তুমি এতো রক্তাক্ত বর্ণে সেজেছো কেন?
পাখিকে প্রশ্ন করলাম
তোমার ক্ণ্ঠ আজ এতো করুণ কেন?
প্রশ্ন করলাম পাহাড়কে
তোমার মাটিগুলো আজ ভঙ্গুর হয়েছে কেন?
প্রশ্ন করলাম সাগরকে তুমি আজ এতো জল পেলে কোথায়?
ওরা প্রত্যেকে আমাকে জানালো এখন যে শোকের মাস
তাই ওরা শোকাহত,  ওরাও কান্না আর চোখের জলে স্মরণ করছে তাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে।
সত্যি ওদের সাথে আমিও আজ শোকাহত            
  
১/
আমি আজ শোকে শোকাহত
ব্যাথায়  ব্যথিত
বেদনায় বড্ড জর্জরিত
আঘাতে  আহত।