একটি শব্দ শিক্ষক
দেশ, জাতি, ভবিষ্যতের রক্ষক
আজকের শিশুর পথপ্রদর্শক।
একটি শব্দ শিক্ষক
জাতির আদর্শ
যিনি চোখের সামনে গড়ে তুলেন স্বর্গের দৃশ্য।
একটি শব্দ শিক্ষক
একটি জাতির কর্ণধার
দূর করেন যিনি অশিক্ষা নামক অন্ধকার।
তুমি শিক্ষক
তুমি শিক্ষক, তুমি আমার শিক্ষা গুরু
তোমার হাত ধরে পৃথিবীতে আমার নতুন করে পথচলা শুরু।
তোমার শাসন, আদেশ, নির্দেশ, নীতি
আমার জীবনের প্রতিটি পথচলায় দূর করে ভীতি ।
তোমার সব স্বপ্ন আশা আমাদের তরে বিলিয়ে দিয়েছিলে
আমরা তাই প্রতিটি পদক্ষেপ পেরিয়েছি হেসে খেলে।
তোমার সময়ানুবর্তিতা, শিষ্টাচার, ব্যবহার
আমাদের শিখিয়েছি কীভাবে করতে হয় সম্মান,
কীভাবে পূরণ করতে হয় মানুষ হয়ে মানুষের অধিকার।
তোমার অহমিকা ত্যাগ করার মানসিকতা, সাম্যবোধ
আমাদের অন্তরে জাগিয়েছিল, নিষ্ঠা মানবিকতাবোধ।
ঘন্টার সাথে সাথে তোমার ক্লাসে উপস্থিতি আর পাঠদান
আমাদের জানান দিয়েছিলো তোমার আত্নদান।
তুমি শিক্ষক, তুমি আমার ভালোবাসার মানুষ
তোমায় শ্রদ্ধা জানিয়ে উড়াই নিত্য নতুন ফানুস।