সারাদিনই হাতে মোবাইল
কানে হেডফোন
এটাই কি আমাদের
ছেলেদের ফ্যাশন?
ফেসবুকে চ্যাট করে
অপরিচিতার সাথে
আবেগ শুধুই তাদের
মোবাইল ও হাতে।
গানে গানে তাল ধরে
চলে এলোমেলো পথে
বন্ধুদের আড্ডাতে
সিগারেট থাকে হাতে।
কখনো গুরুজন
যদি পায় পথে
সালাম আদাবটা
ভুলে গেছে দিতে।
মা বাবা হয়রান
কথা শুনাতে
কখনো শুনা যায়
তাদেরও ধমক দিতে।
পাঠশালায় শুধু যায়
নেই মনোযোগ
ফাঁকিবাজি করে তারা
যদি পায় সুযোগ।
দিন যায় রাত আসে
নেই কোন বদল
একদিন ঠিকই পাবে
এসবের ফল।
তবে কিছু আছে
নিয়মের খাতায়
সময় ও সুযোগ তারা
ঠিক মতো লাগায়।
পড়ার সময় পড়ে তারা
খেলার সময় খেলা
সুযোগ পেলে তারা
করে নাতো হেলা।
গুরুজনের শুনে কথা
চলে ঠিক পথে
এরাই একদিন
চড়বে সোনার রথে।
তবে ভাই করিও ক্ষমা
যদি জাগে রাগ
আমি তো তোমারই
আপন ভাই সোহাগ।