সোডিয়াম আলোয় পিচঢালা রাজপথ চিকচিক
একগঙ্গা নক্ষত্রের ঢেউ এ চারপাশ প্রেমময়
শহরতলীর মানুষ গুলো সব ঘুমিয়ে কত!
ঘুমন্ত পৃথিবীর জাগ্রত রূপ, রাস্তার পিচে থ্যাতলানো ইতিহাস।


অসনাক্ত লাশ নিয়ে আর কত ঘুরবে বলো
তারচেয়ে প্রেমিকার ঠোটে একাধিক চুমু খাও।
তার গলার হাড় হয়ে ঝুলে যাও
নূপুরনিক্বণ হয়ে হয়ে বাজনা বাজাও।
তোমাকে ওখানেই শোভা পায়
তবে তোমার প্রেমিকা কোথায়?


ঐ দ্যাখো, দ্যাখো দ্যাখো
একটি লাশকে আলিঙ্গন করছে সে
ঢেকে দিয়েছে মুখের আদল তার চুলের অন্ধকারে
বুকের বল্কলে ধরেছে চেপে, তোমার প্রেমিকা।
ঐ দ্যাখো অন্য পুরুষের প্রণয়ের তাপে গলে যাচ্ছে
            -তাও আবার মৃত মানুষ।


কী? কী ভাবছো? পারবে তুমি?
তুমিতো হাতের বালার যোগ্য নও
নূপুরের আশেপাশে এসো নাকো তুমি
অক্ষম পুরুষের চেয়ে সক্ষম শব অনেক ভাল।


ঐ দ্যাখো বাংলার অসানক্ত লাশের মিছিল এসেছে আজ
দ্যাখো দ্যাখো, চিনতে পারছো,
ঠিক মাঝখানটায় তোমার প্রেমিকা ; বিরাঙ্গনা