মনে পড়ে ?
১৮ ই এপ্রিল ১৯৩০
ঠিক রাত ৮ টা।
দামপাড়া পুলিশ লাইন
আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র
বাতাসে দম বন্ধের রুক্ষতাল।


আমরা সম্পূর্ণ তৈরি ; অস্ত্রাগারে প্রবেশের অপেক্ষা,


আমরা বিপ্লবী
হ্যাঁ, আমরাই বিপ্লবী।
অন্যায়কে রুখে দিতে চাই
বুকের তাজা রক্ত রাজপথে দিয়ে যাই।


ধুম রেল স্টেশনকে লাইনচ্যুত করে দাও
রেল লাইনের ফিসপ্লেট গুলো খুলে নাও
সমগ্র চট্টগ্রাম কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দাও।
নন্দনকানন টেলিফোন টেলিগ্রাফ অফিসে আগুন জ্বালাও
হাতুড়ি দিয়ে ভেঙে সব যন্ত্রপাতি চুরমার করে দাও
বৃটিশের হাত থেকে চট্টগ্রাম কে মুক্তি দাও।


পুলিশ লাইনে আজ বাংলার পতাকা উত্তোলন করো,


আমি ঘোষণা দিচ্ছি;


" দা গ্রেট টাস্ক অভ রেভোলেশন ইন ইন্ডিয়া
অন দা ইন্ডিয়ান রিপাবলিক আর্মি।
উই ইন চিটাগং হ্যাভ টু অনার টু এচিভ
দা পেটোরিক টাস্ক অফ রেভুলেশন
ফর ফুল ফিলিং দা এসপাইরেশন এন্ড
আর্জ অফ আওয়ার ন্যাশন।


ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট গ্লোরি দ্যাট
টু ডে আওয়ার ফোর্স হ্যাভ সাইজড দা স্ট্রোং হোল্ড অফ গভার্মেন্ট ইন চিটাগং।
দা এপারসিভ ফরেন গভার্মেন্ট হেজ ক্লোসড টু এক্সিস্ট।


দা ন্যাশনাল ফ্লাগ ইজ ফ্লাইং হাই।
ইট ইজ আওয়ার ডিউটি টু ডিফেন্ড ইট
উইত আওয়ার লাইফ এন্ড ব্লাড।"


পুষ্পকুন্তলা ;
আমি তোমার সাথে কথা বলি না,
ক্ষমা করো।
ওরা নাকি ১০,০০০ টাকা পুরষ্কার ঘোষনা করেছে,
- হ্যাঁ ধরা দিব।
আমার ১২ জন শহীদের লাশের বিনিময় চাই।
-আমি মাস্টার দা সূর্য সেন বলছি।