অক্ষমতা ,তাই কবিতা লিখি।

ভাবের ঘরে আনাগোনা।
মিথ্যা স্বপ্ণের জালবোনা।

অক্ষমতা ,তাই কবিতা লিখি।

যদি সোজাসাপটা বলতে পারতাম!
যদি  কাজের কাজটা করতে পারতাম!

অক্ষমতা ,তাই কবিতা লিখি।

অপূর্ণ বাসনা।
অতৃপ্ত কামনা।

অক্ষমতা ,তাই কবিতা লিখি।

কলমটা ছুঁড়ে ফেলতে পারলে ভালো হোতো।
কবিতা খাতাটা টুকড়ো টুকড়ো ,ভালো হোতো।

অক্ষমতা ,তাই কবিতা লিখি।

শুধু ক্ষণিকের প্রত্যয়।
মানিয়ে নেওয়া চির অব্যয় ।

অক্ষমতা ,তাই কবিতা লিখি।