ঘড়িগুলো আজকাল আর শব্দ করে না।
কান পেতেও নিখোঁজ স্পন্দন।
শুধু বদলায় মুহূর্তগুলো বড়ই নিঃশব্দে
দৃষ্টির ভরসায় আবদ্ধ  অস্তিত্বে।
সময় বদলায়,বদলায় মুহূর্তগুলো।
ঘুরে মরে  কাঁটাগুলো ,অনুভূতিগুলো।
কিন্তু নিখোঁজ স্পন্দনগুলো।
হয়ত ফিরবে না আর কোনোদিন।
বড় বালাই সভ্যতার ঋণ।
ঘড়িগুলো আজকাল আর শব্দ করে না।