হ্যাঁ কবি।
গর্ব আমার রূপকেই
জালাতন ? সে বোধ তোমার।
দায়ও বটেই তোমার।
আমিতো লিখেই খালাস। তাইনা?
নাকি?তুমি লেখা বাদে কিছু বলতেও  চাও?
বোলো না কবি।
কিচ্ছুটি না। মনে রেখো তুমি।
কবিরা শুধু লেখে আর শুধু লেখে।
বলেনা কিচ্ছুটি।
আর যদিও বা বলে ,কিচ্ছুটিও বলে,
বলে সেই রূপকেরই অন্তরালে।
"কবি“
কবিদেরও  বাঁচতে হবে।
বাঁচতে বাঁচতে লিখতে  হবে।
তবু
অপেক্ষায় এ অকবি।
যদি কোনোদিন লেখালেখি ছেড়ে
এ অকবি একটি শব্দও
নিদেনপক্ষে একটি অক্ষরও বলে উঠতে পারে।


  এ  রচনাটি কবি মার্শাল  ঈফতেখার আহমেদকে উৎসর্গ করলাম।  তাঁরই করা একটি মন্তব্যের উত্তরে।   আমার  ১৮/১০/২০২১এর  “ফরমান ”রচনায়।