দেহ আছে তাই
টিকে আছে আমার আমি,
সগর্বে ঔদ্ধত্য ভরা হুংকারে  ,
গোটা একটি জীবনের আস্ফালন, অহংকারে।
মূর্খ আমি খোঁজে পরাবাস্তব,
খোঁজে চূড়ান্ত বুদ্ধিমত্তা ,
ভুলে দেহ মনের সত্তা ।
ভোলে প্রতিবার, এ শুধু পরিবর্তন মাত্র।
আমি নেই কোথাও
শুধু দেহ আছে প্রতিবার
অসংখ্য অনন্য প্রতি একবার।
তবু
মূর্খ আমি খোঁজে পরাবাস্তব,
খোঁজে চূড়ান্ত বুদ্ধিমত্তা ,
ভুলে দেহ মনের সত্তা ।