জীবন বয়ে যায় সময়ের সাথে মিলিয়ে
সময় বয়ে যায় সব পিছুটান ফেলে
কাছের মানুষ দূরের মানুষ সব একসাথে।
তুমি হয়ত আছ অনেক দূরে
পারিনা তোমায় দেখতে একটুখানি
হাতছানি দিয়ে ডেকেছ আমায় অনেকবার;
পারিনি আপন করিতে।
কেমনে পারব বলতে পারো?
কাছের মানুষ দূরের মানুষ ব্যাবধান টপকে
আসতে পারিনি গো ছুটে তোমার কাছে
নাই বা এলাম অনুভব কি আমায় কর?
আমার সত্তা তোমার সত্তা কবে দিয়েছি মিলিয়ে।
সব ভালবাসা কি পূর্ণতা পায়?
যা পূর্ণতা পায় তাই কি শুধু ভালবাসা?
যদি তাই হয় তবে আজো কেন একি ভাবে ভালবাসি
আমার পূর্ণতা না পাওয়া ভালবাসাকে।
নাকি এটাই পূর্ণতা যা কভু হয়নি রিক্ত
উপচে পড়েছে পরম স্নেহে পরম আদরে পরম ভালবাসায়।
জানি আমি চাঁদ নই তবু চন্দ্রিমা তোমার কাছে
জানি তুমি কাছে নেই তবু দেখেছি চেয়ে নীল আকাশ পানে
শুভ দৃষ্টি হয়েছে সেদিন দুজনের
সবার অলক্ষ্যে সবার অগোচরে।।