তোমার কথা ভেবে এখন আর
কবিতা লেখা যায় না
তোমার একটি মিষ্টি কথায়
সৃষ্টি হত আমার কবিতা
এখন ভাবলে মনে হয় সে
সবই ছিল তোমার ভনিতা
আর ছিল আমার নেকামো


মনে পরে,,তোমায় এক ঝলক দর্শনে
ফিরে ফিরে যেতাম নির্জনে
এক পলকে বুঝে নিতাম
তোমার না বলা কথা
আসলে তুমি ছিলে
ভালো অভিনেতা
আর ছিল আমার প্রশ্রয়ের নেকামো


তোমার একটু স্পর্শ
,আলোড়ন তুলতো সর্বাঙ্গে
অলীক চিন্তায় তলিয়ে যেত
শিহোরণ অঙ্গে অঙ্গে
আসলে সেখানে ছিলে
তুমি আদিম পুরুষ
আর আমার ছিল অপার নেকামো


আজ আর নেকামো গুলো আসে না
ভাবতে চেষ্টা করেও
তোমার ভাবনারা আসে না
তাই আর আগের মতো
তোমায় ভেবে কবিতা লেখা যায় না
শুধু মাঝে মাঝে
আমার নেকামো গুলো খোচাঁ দিয়ে যায়