হিমেল সুখের পরশ খুজিঁ ফিরে ফিরে
কড়া ভাদ্রের উত্তাপে জ্বলে মরি
স্মৃতির কড়া নেড়ে আবেগ যখন অসার
দেখি বাস্তবে বর্তমান ফেরারী
সোহাগী দুটি বাহু যখন চাইছে অবিরাম বর্ষণ
প্রচন্ড খরায় তুমি ক্রমশ যাচ্ছো সরি
পাগলিনী প্রায় কেঁদে কেঁদে বেড়ায়
দিন যায় ,মাস যায়,বছর যায়, অতীত আসে না ফিরি