আমি তো ফানুস- তোমার চোখে।
তোমার অদেখায় আমি দেখি জল-
আঁখি ছলছল, নিথর বুক-পিঞ্জর।


আমি তো ফানুস- তোমার হাতে।
তোমার হাতে নাটাই হয়ে মেঘে ভাসছি
বজ্রপাতে পেতেছি ভিটে-বাড়ি-
বুকটা চুরমার, শুধুই জ্বলে বিঝলি-তুফান।


আমি তো ফানুস- তোমার চোখের কোণে।
অবহেলা পেয়ে চুলকানির মতো দেহে ক্ষত বেঁধেছে বাসা-
আমার হাত পঁচে নখ অবিশষ্ট, তাতে রক্তস্রোত।


এবার বলি ভালোবাসার কথা;
অভিমানি তুমি না হলে তোমায় বলতাম-
শুধু তোমায় জনাতাম- আমি হেতু কি দেবো তোমায়।