হে পথিক-
তোমার পথ চিনিয়া লও।
অরুণ্যভেদ করিয়া হয়তো পাবে
                ঝলমলে নীল আকাশ;
                -মানব সেথায় কী পাইবে?
মানব কে পিছনে ঠেলিয়া যেথায়
তোমার বিরামহীন এই রথ-যাত্রা
                -সবি যদি হয় অসার; অঙ্গার!
       এ আমার উপদেশ নহে-অভিবাদন
      “মানবের সিংহাসনে আসন করো”।