আমি বলছিনা কোন নারীকে-
আমার শার্টের হারিয়ে যাওয়া বোতামটি
            -খুঁজে সে ঘর ছাড়া হোক।
আমি বলছিনা কোন নারীকে-
আমার শার্টের ভেঙে যাওয়া অর্ধেক বোতামখানি
          -খুলে অন্য বোতাম রিপিয়ারিং করুক।
আমি শুধু, সামান্যই ইচ্ছা পোষণ করছি
           কোনো এক নারী আমার শার্টের
           বুক বোতামটা খুলে দিক ।।
           ।।...।। ...।।
আমি বলছিনা কোন নারীকে-
খাবার টেবিলটা গুছিয়ে হাত পাখার বাতাসে
          -আমার পাশে থাকুক।
আমি বলছিনা কোন নারীকে-
বিছানার চাদরটা পরিবর্তন করে মশারী টানিয়ে
          -ঘরের আলো নিভিয়ে ঘুমুতে আসুক।
আমি বলছিনা কোন নারীকে-
সকালের নাস্তা তৈরী করতে করতে বলুক
          -আজ একটু সকাল সকাল ফিরে এসো।
আমি শুধু, সামান্যই দাবী প্রেরণ করছি
           কোনো এক নারী আমার শার্টের
           বুক বোতামটা পড়িয়ে দিক ।।
           ।। ...।।  ...।।
আমি বলছিনা কোন নারীকে-
টিপ টিপ বৃষ্টির সন্ধ্যায় উঠুনে নেমে
         -আমাকে হাত বাড়িয়ে ডাকুক।
আমি বলছিনা কোন নারীকে-
নতুন শাড়ি পড়ে পা ছুঁয়ে সালাম করে লজ্জাতু চোখে
         -আমাকে বলুক, কেমন লাগছে গো!
আমি বলছিনা কোন নারীকে-
দিগন্তের মতোন নিজেকে যৌবনে মেলে ধরে
         -আমার বাহুবন্ধনে ঝাঁপটে পড়ুক।
আমি শুধু, সামান্যই সহসা কামনার্তে বলছি
কোনো এক নারী আমার শার্টের
           বুক বোতামটা খুলতে কিংবা পড়িয়ে দিতে  
           অপেক্ষা করুক দিক ।।
           ।। ...।।  ...।।
তবু কোনো নারীকে- যদি অনুভবে পাই
আমার বুকের দীর্ঘশ্বাস, তাঁর দু’হাতের কোমল স্পর্শ।
তবু কোনো নারীকে- যদি স্মৃতিতে পাই
আমার বুকে একটু ওম, তাঁর দু’হাতের আলতো আলিঙ্গণ।
    আমি যে চিরকাল
              বহ্মপুত্র নদ
    আমি যে অনন্তকাল
              সমুদ্রের ছাতক
কোনো এক নারীর জোছনালোকে
                   -যৌবনে ভাসি ।।