কুসুম রোদের সকালে
আমি রেস্তোয়ায়  সেঁকানো রুটি মতো
ঝলসে যেতে চাইনি-
তবু বুকের ভেতর কাঠ কয়লার উত্তাপ তুমি
বহু দিন মাড়িয়েছো বহু পথ
বহু গলির রাস্তায় তোমার পদচিহ্ন দেখে
আমি বাড়িয়েছি অতীতের গ্লানি,


আমি চেয়ে চেয়ে দেখেছি
তোমার চোখ থেকে আমার বিলীন হবার নিষ্ঠুরতা
আর হঠাৎ অন্য কারো উপস্হিতি
তারপর আমি চূড়ান্ত অবসরে ।