কিছু চুম্বন রয়ে গেল
তোমার ভেজা ঠোঁটের গোলাপী রঙে,
তারপর বয়ে গেছে নদী
দ্বীর্ঘশ্বাস পিছু ছাড়েনি জোনাকি বনের,


তুমিহীন রাত জোছনা হারাতে শিখে গেছে,
শীতের  ঝাপসা কুয়াশায়
একদিন নক্ষত্রের হাতছানি
আমায় বলে দিয়ে গেলে
তোমার ঠোঁট এখনও বার বার ভিজে যায়
প্রেমহীন শিশিরের আলিঙ্গনে,
কতোদিন কতো বাঁধা পাহাড় পেরেছি
এক একটি চুম্বনে,
আজ আর কোন বাঁধা নেই
শুধু পাল্টে গেছে ঠোঁটের অনুভূতি ।