যে প্রেম তুমি নও
শুধু রোদ বিকেলের সূর্য বির্সজনের খেলা
আর অকারণ পথ চেয়ে চেয়ে কেটে যাক বেলা,
সারা দিন তোমার প্রতিক্ষায় যানবাহনের
চাকা গুনে গুনে
সন্ধ্যা হলে তো ভালো
হঠাৎ চমকে উঠি ও যেন এলো ,
অথচ তোমার চুলের গন্ধে চারপাশে মেতে গেলে
হতাশা আমার জন্য নয়
অল্পতেই যেন সার্থক জীবন,
কিন্তু আমাকে দেখেও জোর করে না দেখা অভিনয়
বহুদিনে রপ্ত করেছো তুমি,
আমি চাই নি হতে রোদের আাকাশ
আজ কেন মরুভূমি !


যে প্রেম তুমি নও
রাতভর তাঁরাদের সাথে কথা কও
অথচ আমার চোখে চোখ পড়লেই অনেক নিরব তুমি
আর ঝরা পাতা ডাল বেয়ে
আহত শিশির হয়ে নামি ।