গণতান্ত্রিক দেশ
সুব্রত দাশ আপন


ভাবছি বসে ভাই
বুঝে উঠার সুযোগ নাই
ইলেকশনের পরিবর্তে সিলেকশনের রাজনীতি
বিকাশে রাজনৈতিক নেতা বনে যায়।
ব্যানার পোষ্টার, বিজ্ঞাপনে ভরপুর এলাকা
নেতা হওয়ার যোগ্যতার দরকার নাই
রাজনীতি চর্চা সেতো দুরের কথা
হা হা টাকা ছিটালেই যে নেতা হওয়া যায়।
প্রশাসন ম্যানেজের রাজনীতি চলছে দেশে
উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ
কর্তাবাবুরা বলছেন হেসে।
স্বাধীনভাবে কথা বলার সুযোগ নাই
নেতাকর্মীদের মাঝে প্রতিহিংসার রেশ
হাজারো নেতা জেল হাজতে
গণতন্ত্রের গলাটিপে আছে বেশ।
এ দল ছেড়ে অন্যদলে যোগদানে
ফায়দা লুটাচ্ছে অনেক নেতা
বাংলায় আবার এ নতুন কিসে
অবাক চোখে তামাশা দেখছে আমজনতা।
রাজনীতির ঘুর্ণিপাকে পড়ে
অনেক নেতা হচ্ছে দেশান্তরী
স্বদেশের স্বার্থ রসাতলে তবুও
জানিনা হাবা বোভার মত আমরা কি করি।
গণতন্ত্র পুণঃ উদ্ধারে
কোন উপায় কি নাই
বিবেকের কাটগড়ায় নিজেকে দাড় করিয়ে
গণতান্ত্রিক সম্মেলিত আন্দোলন চাই।
আমরা গণতান্ত্রিক দেশ চাই।


লেখা-16-05-2017, রাত অনুমান 11.30