আমি কবিতায় বলি ন্যায়ের কথা
তাই আমি কাব্যাপরাধী
আমি কবিতায় বলি সত্যের কথা
তাই আমি কাব্যাপরাধী।
আমি কবিতায় বলি শোষনের বিরুদ্ধে
তাই আমি কাব্যাপরাধী
আমি কবিতায় লড়ি শোষিতের পক্ষে
তাই আমি কাব্যাপরাধী।
আমি কবিতায় গাই সাম্যের গান
তাই আমি কাব্যাপরাধী
আমি কবিতায় চাই সুন্দর পৃথিবী
তাই আমি কাব্যাপরাধী।
আমি কবিতায় মুখোশ খুলে দিই ভন্ডদের
তাই আমি কাব্যাপরাধী
আমি কবিতায় প্রতিবাদ করি ধর্ষনের
তাই আমি কাব্যাপরাধী।
আমি কবিতায় প্রতিবাদ করি শিশু নির্যাতনের
তাই আমি কাব্যাপরাধী
আমি কবিতায় বলি সম অধিকারের কথা
তাই আমি কাব্যাপরাধী।
আমি কবিতায় প্রতিবাদ করি সাম্প্রদায়িকতার
তাই আমি কাব্যাপরাধী
আমি কবিতায় বলি মুক্তিযুদ্ধের কথা
তাই আমি কাব্যাপরাধী।
আমি কবিতায় বলি বিভেদ ভোলার কথা
তাই আমি কাব্যাপরাধী
আমি কবিতায় লড়ি একুশের চেতনায়
তাই আমি কাব্যাপরাধী।
অতপর....আমার জন্য
ফাঁসির মঞ্চ তৈরী................।
-৩০.০৯.১৪ ইং