তুমি কিছু বোঝো,
তুমি কিচ্ছু বোঝো না
বুকের ভেতর বাজো, হয়ে পাজর-ভাঙা বাজনা...


আসো শুধু স্বপনে,
আসো চির আপন হয়ে
শুধু ক্ষণিকের তরে, কত কথা যাও ক'য়ে...


সমস্ত জীবনে প্রিয়,
সমস্ত অন্তর আত্মায় তুমি
অথৈ সমুদ্র গহীন, তুমি আমার জন্ম-ভূমি...


তোমাকে ফিরে পাবো,
তোমাকে ফিরে পেতে চাই
অথবা ঠিকানা দাও, খুঁজে খুঁজে পৌছে যাই...


"ঝিনুক নীরবে সহো,
ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও"*




উদ্ধৃতি স্বীকারঃ *কবি আবুল হাসান, ফরিদপুর, বাংলাদেশ