দুয়ারে এসে কে তুমি দাড়াবে, না বলে
রাতের আঁধারে আঁধারী হয়ে, তাই এ
ক্ষণ কাল গোনা; দেখি, বিরহ অনলে
অঙ্গার হলে অশ্রু আজো ঝুমুর তালে
শিশির হয়ে ঝরে, তোমার দুটো আঁখি
পাড় বেয়ে; এক নিঝুম সাঁঝে, বৈশাখী
হৃদয়ে বললে, যদি বলি ভালোবাসি;
সেই যে হারালে কালের সাঁয়রে, মোর
হাতে প্রেম ভরা ডালি দিয়ে; বিষনিশি
পারায়ে তবু আজো প্রিয় তোমার ঘোর
কাটে না এতটুকুও, তাই আজো দোর
খুলি রাতে, কভু যদি প্রিয় বলো ফিরে,
তোমার মানবী ফিরিয়া এসেছে, ভোর
নীর হয়ে আরো একবার ঝরো চোখে।