একদিন কৃষ্ণচূড়ার কাছে
অজান্তেই জিজ্ঞেস করি...
তুমি কী কখনও সমুদ্র দেখেছ?
তার ঢেউ? কোঁকড়া চুলের জল-বেনী?
কিভাবে সে নেমে যায়,
কিভাবে ধেয়ে আসে?
তোমার কী দেখতে ইচ্ছে হয়
সমুদ্রের নোনা জলচুমু সূর্যাস্ত?
কেমন মন ব্যথা করা নিস্তব্ধতায়
সে আজানুচুম্বিত ডুবতে থাকে!
দেখতে কী চাও তুমি
সমুদ্রের ভেজা বালিহাঁস?
কেমন সে কোথা থেকে এসে
ডেকে ডেকে চলে যায়!
ঐখানে দেখবে তুমি
সমুদ্রের রমনীয় নাভি বেয়ে,
মাঝে মাঝে কিছু উদোম শরীর
ভাসছে ডুবছে, ডুবছে ভাসছে,
তাদের কেউ কেউ আর
কোনদিন ফিরে আসে না!
ফিরে আসে শুধু সেই দুঃখিত
সমুদ্রের ভেজা বালিহাঁস,
কেমন সে কোথা থেকে এসে
ডেকে ডেকে চলে যায়!