কী কব তার কথা আর কী দেব পরিচয়
হৃদমাঝারে বসত করেও, সে আমার নয় গো...


দখিন জানালা আমার বন্ধ রয়েছে আজো  
তবু কী বাতাসে সব করছে এলোমেলো!
সাধের ঘরে আগলে রেখেছি মনি মানিক্য
ডাকাত বাতাস এসে উল্টে পাল্টে দিলো।।


রাজ-প্রহরী সমন হাতে প্রায়ই আসে যায়  
বেঘর হয়ে গাছতলাতে আসন নিতে হয়,
পরাণ পাখি হা-হুতাশে আঘাটের গান গায়
আপনার প্রাণে আপনাকে দেখে জগতময়।।


মাটির দেহ মাটির ঘর মাটির কারখানা
কীটে দংশে সর্পে কাটে, শাস্তি অহর্নিশী,  
আজব কারণে তবু কাফেরের রুহ ফানা
পরিচিত গৃহে বসত করে অচিন সন্নাসী।।


কী কব তার কথা আর কী দেব পরিচয়
হৃদমাঝারে বসত করেও সে আমার নয় গো...


___________________________________
উত্তরা ঢাকা
বাংলাদেশ
২২/০২/২০১৭