আমার ভালো লাগে দুধমাখা ভাত,
অবশ্যই সাথে মা'র মধুমাখা হাত;
আমার প্রাণের পরে যার স্নেহ বর্ষে
সদা আমার দেহে প্রানের পরশ সে...


কিছু কিছু আছে ঋণ, শোধ হবার নয়
তবুও কেউ কেউ অতি আগ্রহী হয়,
নিজের ঘরে সাজায় পসরা সাত পর
যে যা ভাবুক, ইহাকেই কহে শাপে বর...


কালে কালে কখন যেন সময় পাল্টায়
মাঝে মাঝে চড় পড়ে আপন গালটায়,
স্মৃতিভ্রষ্ট মস্তিষ্ক কেবল বৃদ্ধাশ্রম চেনে
চিরকালের দামে ক্ষণিকের সুখ কেনে...



___________________
উত্তরা ঢাকা বাংলাদেশ
০৯/০৮/২০১৭, বুধবার