সখী খবর জানিস? এবার নাকি
কালবোশেখির ঘুম ভেঙেছে গাঁয়ে,
বজ্রপাতে ডাকছে তোরে পুবাকাশে
মেঘের কোলে মেঘ জমেছে
কৃষ্ণচূড়ার ডাল ভেঙেছে, ঝড় উঠেছে
আম কুড়ানোর সময় বুঝি যায়,
উজান মাঝি পাল তুলেছে, দেখবি যদি
আয় উদাসী, সঙ্গে যাবি আয়।


উড়িয়ে আঁচল কোন পথে তুই পথ হারাবি
কোন পাহাড়ের ঝর্না ধারায় জলের ছটা
বুকের তলায় লুকিয়ে রাখা দুঃখ-গাঁথা
বাণের জলে ধুইয়ে দিবি সুখের স্মৃতি,
কোন নদীতে নাইতে নেমে কুমির হবি
কোন পুকুরে ডুব দিয়ে তুই আমায় ছুঁবি
জানে সবই সর্বনাশী কালবোশেখি।


ডোবার জলে ব্যাঙ ডেকেছে সমস্বরে
এবার নাকি বৃষ্টি হবে মুষলধারে,
মরা গাঙে বাণ ডেকেছে
বনের শালিক নীড় ছেড়েছে
চড়ুই পাখি ঘর বেঁধেছে বারান্দায়,
আম কুড়ানোর নাম করে তুই
ঝরে পড়া জুঁই-বেলি আর হাস্নাহেনা
আঁচল পেতে  বরণমালা সঙ্গে নিলি,
দহন বুকে তৃষ্ণা কাতর চাতকিনী
পোড়ামুখী, ঘর ছেড়ে তুই কই পালাবি
উথাল-পাথাল কালবোশেখির
বৃষ্টি ভেজা একটি দুপুর আমায় দিবি?


-----------------