এক শহর এ দেহ আমার,
‌সেনা‌নিবাস এই মন ।
চোক্ষু প্রহরী সজাগ অামার থা‌কে সর্বক্ষন
দুই কানের ম‌ধ্যে রেলওয়ে স্টেশন।


আমার ধমনীগুলো হচ্ছে নদী,
জ‌ল কেলির ধারা,
আমার অন্ত্র ব্যস্ত ট্রাফিকে থা‌কে
প্রা‌ণের রাস্তা ভরা।
মাথার অফিস কেরানী স‌মেত ফাইলের জংশন ।।


আমার হৃদপিণ্ডের চারটি প্রকোষ্ঠ:
একটি জেলখানা,
অন্তর অাত্মা মস‌জিদ ম‌ন্দির
গীর্জায় প্রার্থনা ।
‌বি‌বেক অাদাল‌তে চ‌লে দ‌ন্ডের নিষ্করণ ।।