’মা’ তুমি অভিমান করে চলে গেলে
না কি বিধাতার ডাকে সাড়া দিলে
বছর না গড়াতেই বাবাকে সাথী
করে নিলে, কার জন্যে কার নীদ
ছিল না আঁখি পাতে, মা তোমার
হয়তো বাবারও, যে তোমার
জীবন সাথী পেলে পরপারেও
ছিলে নিভৃতে সদা পাশাপাশি
ইহলোকে শুধু আমাদের তরে
রেখে আঁচল তলে অতি যতনে
বাধা বিপত্তিতে ভুলি কেমনে ।


আমরা তোমার সন্তান বেড়েই
সাড়া, যৌবনে মৌবনে দু’জন
সাথে আরও জন কত যে স্বজন
তোমাদের সাথে থাকতে পারিনি
থেকেছি কখনো, সময় সামান্য
বুঝিনি তখন, মোটেই ঠিক নয়
নিজেকে বড় অপরাধী মনে হয়
বড়ই বেহাল হৃদয়ের সুরতহাল।


’মা’, ‘বাবা,’ সুখে থাক দু’জনে
পাশাপাশি থাক ঐ স্বর্গ নন্দনে
আমরা আসছি আজ না হয় কাল
দেখা হবে ওপারে, হয়তো হবে না
আশায় বাধি যে ঘর, করো না পর
থাকিও দাঁড়িয়ে বেহেস্তের স্বর্ন দ্বারে
যেমন থাকতে আশায় আসবো বলে
আমরা অভাগা সন্তান গভীর রাতে
ওগো ’মা’ নিও আঁচল তলে পরকালে।