তুমিই ছিলে কাল শিউলি তলায়
শুভ্র বসনে একাকি পরন্ত বেলায়
গোধুলি লগ্নে আলো আর ছায়ায়
কে আসবে ভালোবাসবে আশায়
শিউলি মালা হাতে যাকে পড়াতে।


তুমি তো পার নি রাখতে ডেকে
তোমার অনন্ত যৌবন অফুরাণ
চাদের আলোয় উদ্ভাসিত স্ফুরন
শিউলি সনে তুমি হলে একাকার
কে জানে তুমি কার কে তোমার।


তুমি হতে পার কার অন্য কারো
সিঁথির সিঁদূর বলে তুমি বহু দূর
পঙ্কিরাজে করে তুমি যাবে চলে
নেই সময় পিছু তাকাবার ছলে
ফিরে লাভ কি জগতে কে কাহার।