দুই নয়ণের জল ঝরে ছল ছল
হৃদয়ের গভীরে পুঞ্জীভূত জল
শত বুলেটবিদ্ধ হৃদয়ের কান্না
হৃদয়ের দহন সইতে পারে না,
শহীদ বুদ্ধিজীবিদের সন্তান
একাত্তরে কোলের দুধের শিশু
আজ কেউ পঞ্চাশ - পঞ্চান্নে
মাতা-পিতা খোঁজে হয়ে হন্যে,
দুই চোখ যেন বহমান নদী
কেঁদে কেঁদে কয় আসতো যদি
আমরা এতিমকে কোলে তুলি
হৃদয়ের কাহন কি করে ভুলি,
অন্তর পুড়া এক হৃদয় জ্বালা
অট্টালিকা, মসনদ চাই না
চাই পিতৃ-মাতৃ অকৃত্তিম স্নেহ
পারবে দিতে? না পারবে না,
আমরা কেউ কেউ ’যুদ্ধ শিশু’
সে কি যন্ত্রনা! কি যে গ্লানি!
পিতার পরিচয় নাহি জানি
দ’চোখ গড়ায়ে পরে পানি
মুছতে মুছতে ক্লান্ত জননী,
চেয়ে দেখ বাবা ওগো মা
স্বর্গ থেকে, পিতৃ-মাতৃ স্নেহহীন
এতিম, কেউ কেউ যুদ্ধ শিশু।