তুমি মুখটি কেন আড়াল কর
ঘুমটা টেনে থাকো হয়ে আনমনা
কেমন আছ কেমন আছি জানতে চাওয়া যায় না
দোষ কি না হয় হয়েছ কারো খাঁচায় পোষা ময়না।।


পথ ছিল বলেই আজো পথ চলা
পথ চলতে চলতে দেখা একটু খানি
হবে না কোন দিন মেনে নেওয়া যায় না
দোষ কি না হয় হয়েছ কারো খাঁচায় পোষা ময়না।।


অকারনে ঘুম ভেঙে যায় যদি নিশীতে
কারো কথা মনে পড়লে নীদ নাহি আঁখিতে
এমনি করে ক’টা রাত পোহালে মন্দ না
দোষ কি না হয় হয়েছ কারো খাঁচায় পোষা ময়না।।


মোঃ আতাউর রহমান
টরন্টো, কানাডা