এখানেও বৈশাখ এখানেও বৈশাখ
ছড়াছড়ি ঐ পদ্মার ইলিশের ভাঁজা
সাথে আরও কৈ মাছ তরতাজা
আরও মজা হতো কি যে ভালো হতো
পেলে বাংলার পাট শাক ঐ পাট শাক
এখানেও বৈশাখ, আহা! বৈশাখ বৈশাখ।


চুড়ি ফিতা আলতা চাই মোরা চাই
লাল শাড়ি পেতে হবে দাবী একটাই
সাঁজলে কি যে লাগে তার জুড়ি নাই
জননী, জায়া ও স্ত্রী ভেদাভেদ নাই
এখানেও বৈশাখ, আহা! বৈশাখ বৈশাখ।


চুড়িধার পায়জামা পাঞ্জাবী শেরওয়ানী
প্রবাসে কে দিবে কারো পাশে নেই নানী
নিশ্চয়ই দিবে জীবন সাথী চির চেনা
ভালোবাসে সবটাই! এই বুঝি বাসে না
এখানেও বৈশাখ, আহা! বৈশাখ বৈশাখ।


কানাডার আদিবাসী খোঁজে পাওয়া ভার
বিশ্ববাসীর আবাস ভূমি এই দেশ সবার
স্বাধীন জাতি সবাই স্বাধীন এই যে দেশে
বার মাসে তের পার্বণ যায় হেসে হেসে
এখানেও বৈশাখ, আহা! বৈশাখ বৈশাখ।


বৈশাখ আসলেই সেই নববর্ষও আসে
নতুন করে হয় জীবন শুরু হেসে হেসে
পুরনো গ্লানি আর ঘাতপ্রতিঘাত ভুলে
হৃদয়ে খুশির নাচন জাগে পরাণ দোলে
এখানেও বৈশাখ, আহা! বৈশাখ বৈশাখ।


এখানে দেহ থাকে পরাণ যে বাংলায়
চুপি চুপি রমনার বটমূলে চলে যায়
বন্ধু সকলে মিলে চটপটি ফোসকা খায়
সম্ভিত ফিরলেই দেখি ফের কানাডায়
এখানেও বৈশাখ, আহা! বৈশাখ বৈশাখ।


এখানেও বৈশাখ এখানেও বৈশাখ
ছড়াছড়ি ঐ পদ্মার ইলিশের ভাঁজা
সাথে আরও কৈ মাছ তরতাজা
আরও মজা হতো কি যে ভালো হতো
পেলে বাংলার পাট শাক ঐ পাট শাক
এখানেও বৈশাখ, আহা! বৈশাখ বৈশাখ।