সুদূর এশিয়ার মায়া ছেড়ে
বাঙলা ও বাঙালিরে ভুলি কি করেে
এসে দেখি উত্তর আমেরিকায়
সবার স্বপ্নের দেশ ক্যানাডায়
বসে ক’জন অনন্য অন্যমেলায়
কবিতা লিখে স্ব-রচিত কবিতা পড়ে
বাংলায়! কবিদের আড্ডায়।


বসে নেই বাঙালি সারা বিশ্বে
দেখে কি যে সুখ লাগে কি করে বুঝাই
ধন্য মানি নিজেকে যেন বসে
’হাকিম চত্বরে’ এক সন্ধ্যায়
কবিদের আড্ডায়, কবিদের আড্ডায়।


এসে দেখি ’রুনি’ হাতে ঝুনঝুনি
পড়ে বাংলায় সেই কবিতা খানি
’মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ণ, ওমা আমি নয়ণ জলে বাসি’
কবিদের আড্ডা প্রাণ ফিরে পায়
মনে হয় বসে আছি রামপুরা-বাড্ডায়
কবিদের আড্ডায়, কবিদের আড্ডায়।


একুশের দিন মার্চের আগুন ঝড়া
অমর কাব্য ‘জয় বাংলা’ হয় ধ্বনিত
আরও প্রবল বেগে আগের মত
অবাক চিত্তে শুনি চেয়ে থাকি
অপলক, কখনো নির্বাক
বাঙালি ও বাংলা পৃথিবী জোড়ে!
ঠিক বসে, ’সুপার্জিত স্বাধীনতা চত্বরে’
বসে অনন্য এক অন্যমেলায়
কবিদের আড্ডায়, কবিদের আড্ডায়।


মোঃ আতাউর রহমান
২৮/০২/২০১৫ ইং