(কবিতা/গান)


তুমি আসবে বলে চাদ উঠেছিল
তুমি আসবে বলে ফুল ফুটেছিল
খুশির জোয়ার ছিল কাননে কাননে
ছিল সুরের মিতালী পাখির গানে গানে
তুমি আসবে বলে চাদ উঠেছিল
তুমি আসবে বলে ফুল ফুটেছিল।


প্রথম প্রহর গেল মোর সাঁজিতে সাঁজিতে
দ্বিপ্রহর গেল মোর গোছাতে গোছাতে
শেষ প্রহরে আমি যেন নির্বাক
আমার নয়ণে কোন ঘুম নাহি ছিল
তুমি আসবে বলে চাদ উঠেছিল
তুমি আসবে বলে ফুল ফুটেছিল।


আসবে নিশিতে তুমি আসবে
আমাকে ছাড়া কাকে ভালোবাসবে
দ্বীপজ্বালা রাত বুঝি বিফলে গেল
অামার নয়ণে কোন ঘুম নাহি ছিল
তুমি আসবে বলে চাদ উঠেছিল
তুমি আসবে বলে ফুল ফুটেছিল।


মোঃ আতাউর রহমান
টরন্টো, কানাডা
০৩/০৫/২০১৬ ইং