মা দিবসের আগে তুমি ছিলে মা
মা দিবসেও তুমি আছ মা
মা দিবসের পরেও তুমি রবে মা,
যখন যেমন তখন তেমন সন্তানের তরে
আকুল হৃদয়ে ব্যাকুল চিত্তে ওগো জননী
তুমি কি না কর সন্তান লালনে
মা দিবসের পরেও তুমি রবে মা।


তোমার বুকে মাথা রেখে ঘুমায় সন্তান
পরম শান্তিতে যে কোন ক্লান্তিতে
নির্ভয়ে উপভোগ কত স্বর্গের সুখ
মা, তুমি জান আমি তো জানিই
জানে বিশ্ব শ্রষ্টা ঐ বিশ্ব মালিক
শুনেছি কত তোমার হৃদয়ের গান
তোমার বুকে শুয়ে দুধ করেছি পান
মা দিবসের পরেও তুমি রবে মা।


ক্ষমা কর মা তোমার সন্তানে
জেনে না জেনে দুঃখ দিয়েছি তোমার মনে
জানি তোমার যত সব ক্ষমা সন্তানের তরে
তোমার পদতলে মা সন্তানে দিও ঠাঁই
অসীম সেই পরকালে যেন বেহেস্ত নসীব পাই
অনন্ত অসীম প্রেমময় তুমি আমারা জননী
তোমার পদতলে পাব ঠাঁই আমরা জানি
তুমি ক্ষমা না করলে করবে না অন্তর্যামী
মা দিবসের পরেও তুমি রবে মা।


মোঃ আতাউর রহমান
টরন্টো, কানাডা
০৮/০৫/২০১৬ ইং